বাংলাদেশ পলিটেকনিক ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

 বাংলাদেশ পলিটেকনিক ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত


শিক্ষা, প্রযুক্তি উন্নতিÑ এই সেøাগান নিয়ে দেশের ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠিত হলো বাংলাদেশ পলিটেকনিক ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি। ছাত্র পরিষদের সভাপতি হয়েছেন কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সাখাওয়াত উচ্ছ্বাস
, সাধারণ সম্পাদক হয়েছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রুহুল আমিন লেমন।
এই সংগঠনটির মূল লক্ষ ও উদ্দেশ্য হলো সরকারের আওতাভুক্ত থেকে পলিটেকনিকের সব শিক্ষার্থীর সমস্যা নিরসন এবং সব সময় পাশে থাকা।
সংগঠনটি গত ১ এপ্রিল থেকে কার্যক্রম শুরু করে, ৩০ আগস্ট কমিটি গঠনের মাধ্যমে আত্মপ্রকাশ করে। কমিটির সভাপতি সাখাওয়াত উচ্ছ্বাস (কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট), সহ-সভাপতি শাহারিয়ার হিমেল (চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট), অভিজিৎ চক্রবর্তী অভি (পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট), তারেখ সিদ্দিক (বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট), এ কে এম রাইহানুর রহমান (কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট),, নিবেদন সরকার (ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট), শাহাদাত হোসেন (ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট), তন্ময় বিশ্বাস (মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট), আজগর হোসেন (ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট), সাবরিনা রুপা (চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট), সাধারণ সম্পাদক রুহুল আমিন (রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট), যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল শাহ হিমেল (সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট), রাফি মালিথা (ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট), মো: বিল্লাল হোসেন (ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট), ফরিদ আহমেদ (রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট), শাহাদাত হোসাইন (ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট), মো: লুৎফর রহমান (বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট), আরিফুল ইসলাম (মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট), সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন (চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট), মো: অন্তর আলী (কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট), তানভীর হাসান অনিক (সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট), শাফায়াত হোসেন ফয়সাল (বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক্স), ফাহাদ হোসেন শুভ (ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট), আহছানুল হক করিম (মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট), মোবাসসিরুল ইসলাম (লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট), মো: হাসিবুল হাসান (রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট), নাইমুর রহমান (ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট)। বিজ্ঞপ্তি

Comments

Post a Comment